অর্থনীতি

নতুন প্লান্ট স্থাপন করবে মালেক স্পিনিং

পুঁজিবাজারে তালিকাভুক্ত মালেক স্পিনিং আধুনিকায়ন, পুনর্বাসন এবং সম্প্রসারণসহ (বিএমআরই)  একটি নতুন প্লান্ট স্থাপন করবে। বিষয়টি কোম্পানির পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (২৩ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটি ময়মনসিংহের ভালুকায় ফ্যাক্টরিতে ভবন নির্মাণ, অন্যান্য মেশিনারি ও সরঞ্জামাদি স্থাপন করবে। এতে কোম্পানির ২১৩ কোটি ১৯ লাখ টাকা ব্যয় হবে। এসব কাজ করার পরে কোম্পানিটির প্রতিদিন ৩৫ হাজার কেজি সুতা উৎপাদন হবে। আর বছরে উৎপাদন হবে ১ কোটি ২৬ লাখ কেজি সুতা।

এতে করে কোম্পানিটির উৎপাদিত পণ্য এবং বিক্রয় থেকে ৬০ শতাংশ আয় বাড়বে। নতুন প্লান্ট স্থাপনের জন্য ব্যাংক ঋণ এবং অন্যান্য উৎস থেকে ব্যয় করা হবে।