অর্থনীতি

কারণ ছাড়াই শেয়ার দর বাড়ছে ড্রাগন সোয়েটারের

কয়েকদিন ধরে অস্বাভাবিকভাবে শেয়ার দর বাড়ছে ড্রাগন সোয়েটারের। কিন্তু এর পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে কোম্পানির পক্ষ থেকে ডিএসইকে জানোনো হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ ব্যাখ্যা চেয়ে কোম্পানিটিকে নোটিশ দেয় ডিএসই। নোটিশের জবাবে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দর বাড়ার পেছনে কোনো ধরনের অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য। অর্থাৎ কারণ ছাড়াই শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ছে।

শেয়ার দর পর্যালোচনায় দেখা গেছে, কোম্পানির শেয়ার গত ২৫ মে ১২.৩০ টাকায় লেনদেন হয়েছে। গতকাল কোম্পানিটির শেয়ার দর বেড়ে ১৮.৯০ টাকায় লেনদেন হয়েছে। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার দর ৬.৬০ টাকা বা ৫৪ শতাংশ বেড়েছে।