অর্থনীতি

বাংলাদেশ শিপিং করপোরেশনের আয় ২২ শতাংশ কমেছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেড (বিএসসি) চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুাযায়ী নয় মাসে কোম্পানির আয় কমেছে ২২ শতাংশ কমেছে।

বৃহস্পতিবার (২৪ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, চলতি হিসাব বছরের ২০২০ সালের জুলাই থেকে গত মার্চ পর্যন্ত নয় মাসে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৮৩ টাকা। আগের একই সময়ে আয় হয়েছিল ৩.৬৪ টাকা। আলোচ্য সময়ে কোম্পানির আয় ০.৮১ টাকা বা ২২ শতাংশ কমেছে।

শুধু তৃতীয় প্রান্তিকে ২০২১ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১৭ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ০.৯১ টাকা। আলোচ্য সময়ে আয় ০.২৬ টাকা বা ২৮ শতাংশ বেড়েছে।

গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৮.৩৮ টাকা।