অর্থনীতি

৫০ কোটি টাকার বন্ড বিক্রি করবে আল-আরাফাহ ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড পার্পেচুয়াল বন্ড ইস্যুর প্রস্তাবে কিছুটা পরিবর্তন এনেছে। কোম্পানিটি বন্ড ছেড়ে যে ৫০০ কোটি টাকা ইস্যু করার কথা ছিল তারমধ্যে ৫০ কোটি টাকা প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিক্রি করবে বলে সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ব্যাংকটি পারপেচুয়াল বন্ড ছেড়ে ৫০০ কোটি টাকা সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছিল। এ সিদ্ধান্ত অনুযায়ী প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে সব ইউনিট বা লট বরাদ্দ দেওয়ার কথা ছিল। কিন্তু ব্যাংকের পরিচালনা পর্ষদের গত সভায় আগের সিদ্ধান্তটি পরিবর্তন করা হয়। পর্ষদ সিদ্ধান্ত নেয় যে, ব্যাংকটি প্রস্তাবিত বন্ডের ৯০ শতাংশ অর্থাৎ ৪৫০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বরাদ্দ দেবে। বাকী ১০ শতাংশ বা ৫০ কোটি টাকা প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিক্রি করবে।

আল-আরাফাহ ইসলামী ব্যাংক বন্ডের মাধ্যমে সংগ্রহ করা অর্থ ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততা নিশ্চিতে ব্যবহার করবে। ব্যাসেল-৩ এর আওতায় টায়ার-১ অতিরিক্ত মূলধন হিসেবে কাজ করবে এই তহবিল।

বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর অনুমোদন সাপেক্ষে ব্যাংকটি বন্ড ইস্যু করবে।