অর্থনীতি

শেয়ারবাজারে লেনদেন কমলেও সূচক বেড়েছে

সপ্তাহের তৃতীয় কার্যবিদস মঙ্গলবার (২৯ জুন) দেশের ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন উভয় শেয়ারবাজারে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। তবে সিএসইতে টাকার পরিমাণে লেনদেন বাড়লেও ডিএসইতে কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫.৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪২.৪৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়া সূচক ৩.৫৮ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ৯.১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৯৮.৩৯ পয়েন্টে ও ২ হাজার ১৮৫.৮২ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৩৭৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৫টির, দর কমেছে ১৬৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩২টির।

দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ১৪৭ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট, যা আগের দিনের চেয়ে ১৮১ কোটি টাকা কম।

অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ৩০.৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৫১৫.৩৩ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৫৪.৯৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৯৪.৭৫ পয়েন্টে।

এদিন সিএসইতে ৩২১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। দর বেড়েছে ১৫১টির, দর কমেছে ১৩৮টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩২টির।

দিন শেষে সিএসইতে ৫৪ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৬ কোটি টাকা বেশি।