অর্থনীতি

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম আয় বেড়েছে

শেয়ারবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকিাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য সময়ে কোম্পানিটির প্রিমিয়াম আয় বেড়েছে।

সেমবার (১২ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, চলতি হিসাব বছরের ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটির প্রথম প্রান্তিকে প্রিমিয়াম আয় বেড়ে দাঁড়িয়েছে ১৪ কোটি ৫৭ লাখ টাকা। আগের হিসাব বছর একই সময় কোম্পানিটির প্রিমিয়াম আয় ছিল ১০ কোটি ৫৩ লাখ টাকা।

এছাড়া, আলোচ্য সময়ে লাইফ ফান্ডের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৬৮ কোটি ২৮ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে লাইফ ফান্ডের পরিমাণ ছিল ১০৫ কোটি ৩৭ লাখ টাকা।