অর্থনীতি

ছয় মাসে প্রাইম ব্যাংকের আয় বেড়েছে ২২৯ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক লিমিটেড চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে অর্ধবার্ষিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিক শেষে ছয় মাসে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় বেড়েছে ২২৯ শতাংশ।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, চলতি হিসাব বছরের অর্থাৎ ২০২০ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৮১ পয়সা, এককভাবে ইপিএস হয়েছে ১ টাকা ৭৯ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ৫৫ পয়সা এবং এককভাবে ইপিএস হয়েছিল ৬২ পয়সা। আলোচ্য সময়ে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় বেড়েছে ১ টাকা ২৬ পয়সা বা ২২৯ শতাংশ এবং এককভাবে আয় বেড়েছে ১ টাকা ১৭ পয়সা বা ১৮৮ শতাংশ।

এদিকে, শুধু দ্বিতীয় প্রান্তিকে এপ্রিল থেকে জুন পর্যন্ত ৩ মাসে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় হয়েছে ৪৭ পয়সা, এককভাবে ৪২ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৯ পয়সা, এককভাবে ১৩ পয়সা।

গত ৩০ জুন শেষে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ১৮ পয়সা।