অর্থনীতি

আয় কমেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড চলতি হিসাব বছরে জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাসের অর্ধবার্ষিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানির আয় কমেছে ৩৪ শতাংশ।

মঙ্গলবার (২৭ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ব্যাংকের জানুয়ারি থেকে জুন, ২১ পর্যন্ত ৬ মাসে সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫৪ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ০.৮২ টাকা। আলোচ্য সময়ে কোম্পানির আয় কমেছে ০.২৮ টাকা বা ৩৪ শতাংশ।

এদিকে, চলতি হিসাব বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত ৩ মাসে ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.২২ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ০.১৬ টাকা।  আলোচ্য সময়ে আয় বেড়েছে ০.০৬ টাকা বা ৩৭.৫০ শতাংশ।

গত ৩০ জুন শেষে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯.৪৬ টাকা।