অর্থনীতি

বিক্রেতা সংকটে ২ কোম্পানির শেয়ার

সূচকের নিম্নমুখি প্রবণতায় মঙ্গলবার (২৭ জুলাই) লেনদেন হয়েছে শেয়ারবাজারে। এমন পরিস্থিতিতে লেনদেনের শেষ সময়ে ২ কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় বিনিয়োগকারীরা তাদের শেয়ার বিক্রি করতে আগ্রহ দেখায়নি। শেষ পর্যন্ত এসব কোম্পানির শেয়ার বিক্রেতা সংকটে পড়েছে।

যেসব কোম্পানির শেয়ারে বিক্রেতা সংকট দেখা দিয়েছে সেগুলো হচ্ছে- পিপলস ইন্স্যুরেন্স এবং সাফকো স্পিনিং।

জানা গেছে, সোমবার পিপলস ইন্স্যুরেন্সের শেয়ার দর ছিল ৪৬.৪০ টাকা।  আজ কোম্পানির শেয়ার দর বেড়ে সর্বশেষ ৫১ টাকায় লেনদেন হয়েছে।  কোম্পানির শেয়ার দর ৪.৬০ টাকা বা ৯.৯১ শতাংশ বেড়েছে।

সাফকো স্পিনিং: আগের দিন কোম্পানির শেয়ার দর ছিল ২২.৭০ টাকা।  আজ কোম্পানির শেয়ার দর বেড়ে সর্বশেষ ২৫ টাকায় বেচাকেনা হয়েছে। কোম্পানির শেয়ার দর ২.২০ টাকা বা ৯.৬৪ শতাংশ বেড়েছে। এক পর্যায়ে এসব কোম্পানির শেয়ার বিক্রেতা সংকটে পড়ে।