অর্থনীতি

কমেছে দেশি ও ব্রয়লার মুরগির দাম 

বাজারে দেশি ও ব্রয়লার মুরগির দাম কমেছে।  প্রতি কেজি ব্রয়লার মুরগি ১১০ থেকে ১২৫ টাকায় বিক্রি হচ্ছে। আর দেশি মুরগি প্রতি কেজি ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

বুধবার (২৮ জুলাই) টিসিবি সূত্রে এ খবর জানা গেছে।

সূত্র জানায়, টিসিবির হালনাগাত তথ্যে দেখা গেছে, বছর ও মাস হিসেবেও ব্রয়লার মুরগির দাম কমেছে। 

তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে, প্রতি কেজি ব্রয়লার মুরগি ১২০ থেকে ১২৫ টাকায় বিক্রি হচ্ছে।  যা গত সপ্তাহে ছিল ১২০ থেকে ১৩৫ টাকা।  এই হিসেবে কেজিতে দাম কমেছে ১০ টাকা।  আর গত মাসে ছিল ১৩৫ থেকে ১৪৫ টাকা। গত মাসের তুলনায় কেজিতে কমেছে ২৫ টাকা পর্যন্ত।

অন্যদিকে, সপ্তাহের ব্যবধানে বাজারে দেশি মুরগির প্রতি কেজিতে দাম কমলেও গত বছর একই সময়ের তুলনায় দাম বেড়েছে।  বর্তমানে প্রতি কেজি ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।  যা গত বছর এই সময় ছিল ৪০০ থেকে ৪৫০ টাকা। ফলে বছরে মূল্য বেড়েছে ৫ দশমিক ৮৮ শতাংশ।  তবে, গত মাস ও সপ্তাহের তুলনায় কেজি কমেছে ৫০ টাকা। ওই সময় প্রতি কেজি দেশি মুরগির দাম ছিল ৪৫০ থেকে ৫৫০ টাকা। এই হিসেবে এক মাসে মূল্য হ্রাস পেয়েছে ১০ শতাংশ পর্যন্ত।