অর্থনীতি

শেয়ারবাজারে লেনদেনের নতুন সময়সূচি

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের কঠোর লকডাউন চলছে। এ পরিস্থিতিতে ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে সঙ্গতি রেখে সীমিত পরিসরে চলছে শেয়ারবাজারের লেনদেন। তবে  তবে ২, ৩ ও ৫ আগস্ট ব্যাংকের লেনদেন কার্যক্রম পরিচালনার জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এরই ধরাবাহিকতায় শেয়ারবাজারের লেনদেন কার্যক্রমেও পরিবর্তন আনা হয়েছে।

বুধবার (২৮ জুলাই) শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসির) সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএসইসি জানিয়েছে, সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউনের মধ্যে সীমিত পরিসরে শেয়ারবাজারে লেনদেনের সময়সীমা বাড়ছে। নতুন সময়সীমা অনুযায়ী ২, ৩ ও ৫ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শেয়ারবাজারের লেনদেন চলবে। আর ১ ও ৪ আগস্ট ব্যাংক বন্ধ থাকায় শেয়ারবাজারের লেনদেন বন্ধ থাকবে।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।  তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংক ২, ৩ ও ৫ আগস্ট ব্যাংকিং কার্যক্রমের নতুন সময়সূচি ঘোষণা করেছে। সে অনুযায়ী শেয়ারবাজারের লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে।’