অর্থনীতি

গুড ম্যানুফ্যাকচারিং প্রাকটিস সনদ পেলো বিকন ফার্মাসিটিক্যালস

সিরিয়ান আরব রিপাবলিক থেকে গুড ম্যানুফ্যাকচারিং প্রাকটিস (জিএমপি) সনদ পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ-রসায়ন খাতের কোম্পানি বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে পাঠানো নোটিশের জবাবে এমনটি জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (১২ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিকে ওষুধের নিবন্ধনের জন্য জিএমপি সনদ দেওয়া হয়েছে। জুলাইয়ের শেষ দিকে কোম্পানির শেয়ার দর বেশ কয়েকদিন ধারাবাহিকভাবে বৃদ্ধি পায়।  যা আগস্টের শুরুতেও অব্যাহত ছিল।  ওই সময় কোম্পানিকে নোটিশ দেয় ডিএসই। আর নোটিশের জবাবে কোম্পানির পক্ষ থেকে জিএমপি সনদ পাওয়ার বিষয়টি জানায়।

বিকন ফার্মাসিউটিক্যালস ২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে।