অর্থনীতি

দাম বাড়ার শীর্ষে ন্যাশনাল হাউজিং

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (১৬ আগস্ট) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বৃহস্পতিবার (১২ আগস্ট) ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের শেয়ারের ক্লোজিং দাম ছিল ৬১ টাকায়। সোমবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দাম বেড়ে দাঁড়ায় ৬৭.১০ টাকায়। ফলে কোম্পানিটির শেয়ার দাম বড়েছে ৬.১০ টাকা বা ১০ শতাংশ।

ডিএসইর শেয়ারের দাম বাড়ার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে স্টাইল ক্রাফটের ৯.৯৮ শতাংশ, সাউথবাংলা ব্যাংকের ৯.৯১ শতাংশ, জাহিনটেক্সের ৯.৯০ শতাংশ, খুলনা পাওয়ারের ৯.৮৯ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৯.৮৬ শতাংশ, ইউনাইটেড ফাইন্যান্সের ৯.৮১ শতাংশ, ড্রাগন সোয়েটারের ৯.৭৯ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৯.৭৩ শতাংশ এবং রিং শাইনের ৯.৬৪ শতাংশ শেয়ারের দাম বেড়েছে।