অর্থনীতি

দাম কমার শীর্ষে জুট স্পিনার্স

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (১৮ আগস্ট) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে জুট স্পিনার্সের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানির শেয়ারের দাম ডিএসইর দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

বুধবার (১৮ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, মঙ্গলবার (১৭ আগস্ট) জুট স্পিনার্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৭৬.৪০ টাকা। আর বুধবার লেনদেন শেষে ক্লোজিং দর কমে দাঁড়ায় ১৬৫.৬০ টাকায়। ফলে কোম্পানিটির শেয়ারের দাম ১০.৮০ টাকা বা ৬.১২ শতাংশ কমেছে।

ডিএসইর দাম কমার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- শ্যামপুর সুগারের ৫.১২ শতাংশ, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ৪.৫২ শতাংশ, এবি ব্যাংকের ৪.১৯ শতাংশ, ওয়ান ব্যাংকের ৪.১০ শতাংশ, লংকাবাংলা ফাইন্যান্সের ৩.৬৯ শতাংশ, বে লিজিংয়ের ৩.৬৮ শতাংশ, প্রিমিয়ার সিমেন্টের ৩.৬৭ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৩.৬৩ শতাংশ এবং রূপালী ব্যাংকের ৩.৬২ শতাংশ শেয়ারের দাম কমেছে।