অর্থনীতি

দাম কমার শীর্ষে সাউথ বাংলা ব্যাংক

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার (২৯ আগস্ট) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সাউথবাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের শেয়ারের দাম সবচেয়ে কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানির শেয়ার ডিএসই’র দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ আগস্ট) সাউথবাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৪.৬০ টাকা। রোববার শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২২.৪০ টাকায়। ফলে কোম্পানিটির শেয়ার দর ২.২০ টাকা বা ৮.৯৪ শতাংশ বেড়েছে।

ডিএসইতে দাম কম তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মেঘনা কনডেন্স মিল্কের ৭.৯০ শতাংশ, সিঅ্যান্ডএ টেক্সটাইলের ৭.০৪ শতাংশ, ইমাম বাটনের ৬.৩৪ শতাংশ, ইসলামিক ফাইন্যান্সের ৬.১৫ শতাংশ, মিথুন নিটিংয়ের ৬.১০ শতাংশ, শ্যামপুর সুগারের ৫.৫৬ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৫.২১ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ৫.১২ শতাংশ এবং আইপিডিসির ৪.৮৭ শতাংশ দাম কমেছে।