অর্থনীতি

বিক্রেতা সংকটে ২ কোম্পানির শেয়ার

পুঁজিবাজারে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সূচকের নিম্নমুখি প্রবণতায় লেনদেন চলছে। লেনদেন চলাকালীন ২ কোম্পানির শেয়ার দর বেড়ে বিক্রেতা সংকটে পড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

যেসব কোম্পানির শেয়ার বিক্রেতা সংকটে পড়েছে সেগুলো হলো- মেঘনা পিইটি ইন্ডাস্ট্রিজ ও মেঘনা কনডেন্স মিল্ক।

মেঘনা পিইটি ইন্ডাস্ট্রিজ: সোমবার কোম্পানির শেয়ার দর ছিল ২৯.২০ টাকা। আজ কোম্পানির শেয়ার দর বেড়ে সর্বশেষ ৩২.১০ টাকায় লেনদেন হয়েছে।  কোম্পানির শেয়ার দর বেড়েছে ২.৯০ টাকা বা ৯.৯৩ শতাংশ।

মেঘনা কনডেন্স মিল্ক: আগের দিন কোম্পানির শেয়ার দর ছিল ২৩.৩০ টাকা। আজ কোম্পানির শেয়ার দর বেড়ে সর্বশেষ ২৫.৬০ টাকা বেচাকেনা হয়েছে। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার দর বেড়েছে ২.৩০ টাকা বা ৯.৮৭ শতাংশ। এভাবে দর বেড়ে যাওয়ার পর কোম্পানি দুটির শেয়ারে বিক্রেতা সংকটে পড়েছে।