অর্থনীতি

নতুন প্রোডাকশন ইউনিট করবে কুইন সাউথ টেক্সটাইল

নতুন প্রোডাকশন ইউনিট লাইন স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড। প্রডাকশন লাইনটি হবে ফাইবার ডায়িং ইউনিট।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, নতুন ইউনিট স্থাপনের ব্যয় হবে আনুমানিক ৬ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ২০ লাখ টাকা। নতুন ইউনিটে দৈনিক উৎপাদন ক্ষমতা হবে ৫ মেট্রিক টন। এটি চালু হলে কুইন সাউথ টেক্সটাইলের মাসে রাজস্ব আয় হবে সাড়ে ৪ কোটি টাকা। আর তাতে মাসে ৪৫ লাখ টাকা মুনাফা হওয়ার সম্ভাবনা রয়েছে।

কুইনসাউথ টেক্সটাইল ২০১৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে।