অর্থনীতি

জুট স্পিনার্সের শেয়ার বিক্রেতা শূন্য

শেয়ারবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি জুট স্পিনার্সের শেয়ার বিক্রিতে বিনিয়োগকারীদের আগ্রহ নেই। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানির শেয়ার বিক্রেতা শূন্য হয়ে পড়ে। ফলে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করে কোম্পানির শেয়ার হল্টেড হয়েছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) লেনদেন চলাকালীন সময় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বুধবার জুট স্পিনার্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৬৮.৮০ টাকায়।  বৃহস্পতিবার কোম্পানির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৬৮ টাকায়। সর্বশেষ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১৮৫.৬০ টাকায়। ফলে কোম্পানির শেয়ার দর ১৬.৮০ টাকা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে।