অর্থনীতি

আইন লঙ্ঘন: ৬ সিকিউরিটিজ হাউজকে বিএসইসি’র সতর্ক 

আইন লঙ্ঘনের দায়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আরও ৬ সিকিউরিটিজ হাউজকে সতর্ক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর আগে বেশ কয়েকটি সিকিউরিটিজ হাউজকে সতর্ক করেছিল কমিশন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

যেসব সিকিউরিটিজ হাউজকে সতর্ক করেছে সেগুলো হলো— জিএমএফ সিকিউরিটিজ (ডিএসই ট্রেক নম্বর: ১৮৬), টাইম সিকিউরিটিজ (ডিএসই ট্রেক নম্বর: ১৬৬), সালাম অ্যান্ড কোম্পানি (ডিএসই ট্রেক নম্বর: ১৯০), গেটওয়ে ইক্যুইটি রিসোর্স লিমিটেড (ডিএসই ট্রেক নম্বর: ১৫৭), মেঘনা লাইফ সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট (ডিএসই ট্রেক নম্বর: ২৪৫), এবং এমিনেট সিকিউরিটিজ (ডিএসই ট্রেক নম্বর: ১৯১)লিমিটেড।

ভবিষ্যতে সিকিউরিটিজ সম্পর্তি সব আইন পরিপালন করার শর্তে সিকিউরিটিজ হাউজগুলোকে সতর্কপত্র দিয়েছে কমিশন।