অর্থনীতি

ওরিয়ন ইনফিউশনের বিক্রেতাশূন্য

শেয়ারবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ইনফিউশনের শেয়ার বিক্রি করার আগ্রহ নেই বিনিয়োগকারীদের। 

সোমবার (৪ অক্টোবর) লেনদেন চলাকালীন কোম্পানির শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করে হল্টেড হয়ে পড়ে। এতে বিক্রেতাশূন্য হয়ে পড়ে কোম্পানিটির শেয়ার।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, রোববার (৩ অক্টোবর) ওরিয়ন ইনফিউশনের শেয়ারের ক্লোজিং দর ছিলো ৮৯.৬০ টাকা। সোমবার কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয় ৮৯.৭০ টাকায় এবং সর্বশেষ লেনদেন হয় ৯৮.৫০ টাকায়। ফলে কোম্পানিটির শেয়ার দর ৮.৯০ টাকা বা ৯.৯৩ শতাংশ বেড়েছে।