অর্থনীতি

বিমার পরিচালকদের শেয়ারধারণের তথ্য চেয়েছে আইডিআরএ

বিমা কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের শেয়ারধারণের তথ্য জানতে চেয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এ জন্য সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে (সিডিবিএল) চিঠি দিয়েছে।

সোমবার (৪ অক্টোবর) এ বিষয়ে সেন্ট্রাল ডিপোজেটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে চিঠি দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

চিঠিতে উল্লেখ রয়েছে, বিমা আইন অনুযায়ী লাইফ ইন্স্যুরেন্স ব্যবসায় নূন্যতম পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকা এবং নন-লাইফ ইন্স্যুরেন্স ব্যবসায় নূন্যতম পরিশোধিত মূলধন ৪০ কোটি টাকা। উভয়ক্ষেত্রে ৬০ শতাংশ উদ্যোক্তাদের এবং বাকি ৪০ শতাংশ জনসাধরণের জন্য উন্মুক্ত।

সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে লক্ষ্য করা যাচ্ছে, বিমা কোম্পানির পরিচালকরা মূলধনী মুনাফার জন্য শেয়ার বিক্রয়ের ঘোষণা দিচ্ছেন, যা বীমা আইন অনুযায়ী মূলধন সংরক্ষণ ও নূন্যতম শেয়ারধারণের ব্যত্যয়।

চিঠিতে বিমা কোম্পানির উদ্যোক্তা ও জনগণের শেয়ারের পরিমাণ কর্তৃপক্ষকে অতি দ্রুত অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।