অর্থনীতি

ডিএসইতে দাম কমার শীর্ষে আমান ফিড

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৬ অক্টোবর) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে আমান ফিডের শেয়ারের দাম সবচেয়ে কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় এটি ডিএসই’র দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে। 

ডিএসই সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৫ অক্টোবর) আমান ফিডের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬১.৪০ টাকা। বুধবার (৬ অক্টোবর) লেনদেন শেষে দর দাঁড়িয়েছে ৫৫.৯০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৫.৫০ টাকা বা ৮.৯৫ শতাংশ কমেছে।

এ দিন ডিএসইতে দাম কমার তালিকার শীর্ষে উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- দেশ গার্মেন্টসের ৮.১৩ শতাংশ, জুট স্পিনার্স ৮.০৭ শতাংশ, সুহৃদের ৭.৯৬ শতাংশ, মুন্নু সিরামিকের ৭.৮৫ শতাংশ, ঝিলবাংলা সুগারের ৭.৪১ শতাংশ, শ্যামপুর সুগারের ৭.২২ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৬.৮৯ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৬.৭১ শতাংশ এবং এমবি ফার্মার ৬.৬৫ শতাংশ দাম কমেছে।