অর্থনীতি

জিপিএইচ ইস্পাতের নতুন প্রকল্পের উৎপাদন ক্ষমতা বাড়ছে

প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত নতুন প্রকল্পের উৎপাদন তথ্য জানিয়েছে। বর্তমানে এমএস বিলেট গড়ে ৬০-৬৫ শতাংশ উৎপাদন ক্ষমতা রয়েছে। আর এ উৎপাদন ক্ষমতা ক্রমাগত বাড়ছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৫ অক্টোবর কোম্পানিটির সম্প্রসারিত নতুন প্রকল্পের উৎপাদনের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চেয়ে চিঠি দিয়েছে ডিএসই। ওই চিঠির জবাবে কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।

কোম্পানিটি আরও জানিয়েছে, এমএস রড উৎপাদন ক্ষমতা প্রায় ৫৫-৬০ শতাংশ রয়েছে। এটাও উৎপাদন ক্ষমতা ক্রমাগত বাড়ছে।

কোম্পানিটি আরও জানায়, মিডিয়াম সেকশন পণ্য যেমন স্টিল বিম, অ্যাঞ্জেল, চ্যানেল, ফ্লাট বার ইত্যাদি এখনও উৎপাদন শুরু হয়নি কোভিড-১৯ মহামারির কারণে।