অর্থনীতি

ডিএসই’র সাপ্তাহিক দাম কমার শীর্ষে আইসিবি ইসলামিক ব্যাংক

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৩ থেকে ৭ অক্টোবর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে আইসিবি ইসলামিক ব্যাংকের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসই’র সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইর’র সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহ শেষে আইসিবি ইসলামিক ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬.৭০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫.১০ টাকায়। ফলে সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১.৬০ টাকা বা ২৩.৮৮ শতাংশ কমেছে।

এদিকে, ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ন্যাশনাল হাউজিংয়ের ২২.৯৪ শতাংশ, সুহৃদের ২০.৫১ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১৯.৫২ শতাংশ, দেশ গার্মেন্টসের ১৮.৪২ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ১৭.৬৭ শতাংশ, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ডের ১৫.৬০ শতাংশ, আজিজ পাইপসের ১৫.৪৩ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ১৪.৯৪ শতাংশ এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১৪.৪১ শতাংশ শেয়ারের দাম কমেছে।