অর্থনীতি

ডিএসইতে দাম বাড়ার শীর্ষে ফারইস্ট নিটিং

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১০ অক্টোবর) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইয়ের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানির শেয়ার ডিএসই’র দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে এসেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত বৃহস্পতিবার ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৭.৯০ টাকায়। রোববার লেনদেন শেষে কোম্পানির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৪.১০ টাকায়। ফলে কোম্পানির শেয়ার দর ৬.২০ টাকা বা ২৪.৬৩ শতাংশ বেড়েছে।

এদিন, ডিএসইতে দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মেট্রো স্পিনিংয়ের ৯.৮১ শতাংশ, শেফার্ডের ৯.৭৪ শতাংশ, ফাইন ফুডসের ৯.৫১ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯.০৯ শতাংশ, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ৮.৭৭ শতাংশ, এমবি ফার্মার ৮.৭৪ শতাংশ, এএমসিএলের (প্রাণ) ৮.৬০ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ৮.৫৯ শতাংশ এবং পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮.৩৩ শতাংশ ইউনিটের দাম বেড়েছে।