অর্থনীতি

ডিএসইতে দাম বাড়ার শীর্ষে গোল্ডেন সন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৮ অক্টোবর) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে গোল্ডেন সনের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে।

বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসই’র দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, রোববার গোল্ডেন সনের শেয়ারের ক্লোজিং দাম ছিল ১৬.৪০ টাকা। সোমবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দাম দাঁড়িয়েছে ১৮ টাকায়। ফলে কোম্পানিটির শেয়ারের দাম ১.৬০ টাকা বা ৯.৭৫ শতাংশ বেড়েছে।

এদিন ডিএসইতে দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সাউথবাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের ৫.২৩ শতাংশ, বিএসআরএম’র ৪.৪৭ শতাংশ, সোনালী পেপারের ৪.৪৭ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৩.৭৪ শতাংশ, ওরিয়ন ফার্মার ৩.৩৫ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩.৩০ শতাংশ, শেফার্ডের ৩.২৮ শতাংশ, আরামিটের ২.৫৯ শতাংশ এবং ফারইস্ট নিটিংয়ের ১.৯৯ শতাংশ শেয়ারের দাম বেড়েছে।