অর্থনীতি

মার্কেন্টাইল ব্যাংকের আয় বেড়েছে ১০৬ শতাংশ

শেয়ারবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিক ও নয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আগের বছরের একই সময়ের তুলনায় সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১০৬ শতাংশ বেড়েছে।

বুধবার (২৭ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২১) সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৩৮ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিলো ১.৬৪ টাকা। সেই হিসাবে ইপিএস ১.৭৪ টাকা বা ১০৬ শতাংশ বেড়েছে।

এদিকে কোম্পানিটির তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২১) সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৩৬ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিলো ০.৬৭ টাকা। সেই হিসাবে ইপিএস ০.৬৯ টাকা বা ১০৩ শতাংশ বেড়েছে।

২০২১ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩.৯১ টাকা।