শেয়ারবাজারে খাদ্য ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির পরিচালনা পর্ষদ প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অর্থ ব্যবহার করার প্রস্তাব সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার (৮ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
৭ নভেম্বর (রোববার) অনুষ্ঠিত তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ৬১তম পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির পরিচালক পর্ষদ বর্তমান বাজার ও চাহিদার কথা বিবেচনায় নিয়ে উৎপাদন বৃদ্ধির জন্য আইপিও থেকে প্রাপ্ত অর্থ মূলধনী যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে প্রসপেক্টাসে উল্লেখিত প্রস্তাব সংশোধনের সিদ্ধান্ত গ্রহণ করে। ১০তম বার্ষিক সাধারণ সভায় বিনিয়োগকারীদের সম্মতিতে উক্ত সংশোধন প্রস্তাবটি অনুমোদন করা হবে।
এছাড়াও তাওফিকা ইঞ্জিনিয়ারিংয়ের মনোনীত পরিচালক কাওছার আহমেদ তার পদ থেকে ইস্তফা দিয়েছেন। ওই শূন্য পদে ব্যবস্থাপনা পরিচালক দাঁতো মো. একরামুল হকের কনিষ্ঠ কন্যা মুহসীনীনা সারিকা একরামকে পরিচালক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়।