অর্থনীতি

ডিএসইতে দাম কমার শীর্ষে দেশ গার্মেন্টস

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৯ নভেম্বর) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দেশ গার্মেন্টসের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। 

বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসই’র দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, রোববার (২৮ নভেম্বর) দেশ গার্মেন্টসের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৫৬.৭০ টাকায়। সোমবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৪৮.৯০ টাকায়। ফলে কোম্পানিটির শেয়ার দর ৭.৮০ টাকা বা ৪.৯৭ শতাংশ কমেছে। এর মাধ্যমে দেশ গার্মেন্টস ডিএসইর দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

সোমবার ডিএসইতে দাম বাড়ার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এমারেল্ড অয়েলের ৩.৯২ শতাংশ, বিচ হ্যাচারির ৩.৭৪ শতাংশ, সুহৃদের ৩.৬৩ শতাংশ, আরামিট সিমেন্টের ৩.৬০ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইলের ২.৯৭ শতাংশ, জিলবাংলা সুগারের ২.৯৪ শতাংশ, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের ২.৮২ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ২.৭৬ শতাংশ এবং বেক্সিমকোর শেয়ার দর ২.৭৫ শতাংশ কমেছে।