অর্থনীতি

শেয়ারবাজারে সূচকে বড় উত্থান

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১ ডিসেম্বর) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে। একই সঙ্গে এদিন শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ১৪৩.৭৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৮৪৭.০০ পয়েন্টে অবস্থান করছে। এর আগে ১০ অক্টোবর ডিএসইএক্স সূচক ৭ হাজার ৩৬৭.৯৯ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

ডিএসই-৩০ সূচক ৭৩.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৫৮৯.৮৫ পয়েন্টে। গত ৬ অক্টোবর ডিএস-৩০ সূচক ২ হাজার ৭৮৭.৮১ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

ডিএসইএস সূচক ৩২.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৩৭.৭৭ পয়েন্টে। গত ৬ অক্টোবর ডিএসইএস সূচক ১ হাজার ৬০০.০৩ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো। 

বুধবার ডিএসইতে ৩৭৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৯৩টির, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত আছে ৩৫টির। ফলে এদিন ডিএসইতে ৭৮.৫৫ শতাংশ শেয়ারের দাম বেড়েছে। দিন শেষে ডিএসইতে ১ হাজার ১০২ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর আগের দিনের চেয়ে ৪৪ কোটি টাকা কম।

অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ২৩৮.৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ২৯.০০ পয়েন্টে। গত ৩ অক্টোবর সিএসইএক্স সূচক ১২ হাজার ৯৪০.৫১ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো। 

সার্বিক সিএএসপিআই সূচক ৩৯৩.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৭.৪৮ পয়েন্টে। এর আগে ৩ অক্টোবর সিএএসপিআই সূচক ২১ হাজার ৫৪৯.২৪ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

সিএসআই সূচক ২৩.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২২১.৮৫ পয়েন্টে। গত ৩ অক্টোবর সিএসআই সূচক ১ হাজার ৩৮২.৬৭ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়ে।

বুধবার সিএসইতে ২৬৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯৪টির, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত আছে ২১টির। ফলে এদিন সিএসইতে ৭২.১১ শতাংশ শেয়ারের দাম বেড়েছে। দিন শেষে সিএসইতে ৫৪ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৪ কোটি টাকা বেশি।