অর্থনীতি

ডিএসই’র লেনদেনে বেক্সিমকোর অবদান ১০.৯৬ শতাংশ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে এবারও সেরা স্থানটি দখল করেছে বেক্সিমকো লিমিটেড। গেলো সপ্তাহে ডিএসই’র মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিলো ১০.৯৬ শতাংশ।

সাপ্তাহিক লেনদেন পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, গেলো সপ্তাহে বেক্সিমকোর ৫৫২ কোটি ১৩ লাখ ৬২ হাজার টাকা লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৬৮.২০ টাকায় বেচাকেনা হয়েছে।

ওয়ান ব্যাংক গেলো সপ্তাহে ডিএসইর মোট লেনদেনে ৮.৫০ শতাংশ অবদান রেখেছে। কোম্পানিটি লেনদেনের পরিমাণ ছিলো ৪২৮ কোটি ২৯ লাখ ২৯ হাজার টাকা। কোম্পানির শেয়ার সর্বশেষ ১৯.২০ টাকায় বেচাকেনা হয়েছে।

গেলো সপ্তাহে লেনদেনে তৃতীয় অবস্থানে ছিল ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। কোম্পানিটির ১৯৯ কোটি ৫৭ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটি ডিএসইর মোট লেনদেনে ৩.৯৬ শতাংশ ভূমিকা রেখেছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ১৫.৪০ টাকায় বেচাকেনা হয়েছে।

গেলো সপ্তাহে ডিএসইর লেনদেনে শীর্ষ দশ কোম্পানির তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে- আইএফআইসি ব্যাংক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, প্যারামাউন্ট টেক্সটাইল, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, জেনেক্স ইনফোসিস, ব্রাক ব্যাংক, ওরিয়ন ফার্মা লিমিটেড।