অর্থনীতি

আইপিও’র অর্থ থেকে ঋণ পরিশোধের সম্মতি পেল ইনডেক্স এগ্রো

শেয়ারবাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানি ইনডেক্স এগ্রোর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অর্থ থেকে আংশিক স্বল্পমেয়াদী ঋণ পরিশোধের অনুমোদন দিয়েছে শেয়ারহোল্ডাররা। 

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির এজিএমে শেয়ারহোল্ডাররা এ সম্মতি দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ইনডেক্স এগ্রোর আইপিও’র অর্থ থেকে স্বল্পমেয়াদী ঋণের ৩৫ কোটি ৪৯ লাখ ৩২ হাজার ১০০ টাকা পরিশোধের অনুমোদন দিয়েছে শেয়ারহোল্ডারা। কোম্পানিটির ভবন নির্মাণ, যন্ত্রপাতি ও উপকরণ ক্রয়ের জন্য ২০১৬ সালের ২৭ অক্টোবর আইপিও’র জন্য আবেদন করা হয়। 

পরবর্তীতে ২০২১ সালের ২০ জানুয়ারি শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলণের জন্য সম্মতিপত্র পায় কোম্পানিটি। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে চার বছর সময় লেগেছে। ইতোমধ্যে কোম্পানিটি নিজস্ব উৎস থেকে এবং ব্যাংক ঋণ নিয়ে সম্প্রসারণ প্রকল্পের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, সরঞ্চাম এবং বিল্ডিং নির্মাণ কাজ সেটআপ করেছে।

এজন্য কোম্পানিটি ব্যাংক ঋণ পরিশোধের জন্য আইপিও তহবিল থেকে অর্থ ব্যবহারের সম্মতি চাইলে, শেয়ারহোল্ডারা তা অনুমোদন দিয়েছে।