অর্থনীতি

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে সোনালী পেপার

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২-৬ জানুয়ারি) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলসের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে।

বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে সোনালী পেপারের শেয়ারের ক্লোজিং দর ছিল ৯৫৭.৭০ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৭৬১.১০ টাকা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১৯৬.৬০ টাকা বা ২০.৫৩ শতাংশ কমেছে।

ডিএসইতে দাম কমার তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এটলাস বাংলাদেশের ১৪.২৪ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ৯.৯১ শতাংশ, এএমসিএলের (প্রাণ) ৯.২০ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৮.৬৮ শতাংশ, লিবরা ইনফিউশনের ৮.১২ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৭.৮২ শতাংশ, আইবিবিএল মুদারাবা পার্পেচ্যুয়াল বন্ডের ৬.৩৯ শতাংশ, বাটা সু’র ৬.২৫ শতাংশ এবং বিচ হ্যাচারির শেয়ার দর ৬.১২ শতাংশ কমেছে।