অর্থনীতি

সিআইবিতে তথ্য দিতে হবে ১৫ তারিখের মধ্যে

এখন থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে (সিআইবি) তথ্য দিতে হবে বলে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১৬ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। মহাব্যবস্থাপক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত নির্দেশনাটি দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, চলতি ২০২২ সালের জানুয়ারি ও পরবর্তী প্রতি মাসভিত্তিক ব্যাচ কন্ট্রিবিউশন পরের মাসের ১৫ তারিখের মধ্যে সিআইবি অনলাইন সিস্টেমে আপলোড করতে হবে।

আগে এ তথ্য দিতে হতো পরবর্তী মাসের ২০ তারিখের মধ্যে।

এছাড়া, সিআইবি সার্কুলার নম্বর ০২/২০১১ এর অনুচ্ছেদ ৩ (ক)-এ সংশোধন আনা হয়েছে। সংশোধনীতে বলা হয়েছে, সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এক টাকা বা তদূর্ধ্ব বকেয়া স্থিতিসম্পন্ন ঋণ তথ্য (পজিটিভ বা নেগেটিভ ক্রেডিট কার্ডের ডাটাসহ) পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে সিআইবি অনলাইন সিস্টেমে আপলোড করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের এ নির্দেশনা অবিলম্বে কার্যকর করতে হবে বলে নির্দেশনায় বলা হয়েছে।