অর্থনীতি

ব্রোকারেজ হাউজগুলো থেকে রাজস্ব আয় কমেছে

ঢাকা: ঢাকা-চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ’র অধীনে ব্রোকারেজ হাউজগুলো থেকে ২০১১-১২ অর্থবছরে রাজস্ব আয় হয়েছে ২৯৬ কোটি ৭৭ লাখ ৩৪ হাজার টাকা। এর আগের বছরে তুলনায় ১৮৫ কোটি ৫৮ লাখ ৩৬ হাজার টাকা কম।রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে মো. হারুনুর রশিদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত একথা বলেন।অর্থমন্ত্রী বলেন,“গত ২০১০-১১ অর্থ বছরের ঢাকা-চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ’র অধীনে ব্রোকারেজ হাউজগুলো থেকে ৪৮২ কোটি ৩৫ লাখ ৭১ হাজার টাকা রাজস্ব আয় হয়েছিলো।”