অর্থনীতি

৪ বিমা কোম্পানির প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত চার কোম্পানির পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ, ২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী চারটির মধ্যে দুইটি বিমা কোম্পানিরি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে।

বৃহস্পতিবার (১২ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বিমা কোম্পানিগুলো হলো- সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স ও রিলায়েন্স ইন্স্যুরেন্স।

সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৯৫ টাকা। এর আগের হিসাব বছরে একই সময়ে কোম্পানির ইপিএস ছিলো ০.৯০ টাকা। সে হিসাবে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ০.০৫ টাকা বা ৫ শতাংশ বেড়েছে। ২০২২ সালের ৩১ মার্চ কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯.৫৩ টাকায়।

মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৬৫ টাকা। এর আগের হিসাব বছরে একই সময়ে কোম্পানির ইপিএস ছিলো ০.৫৬ টাকা। সে হিসাবে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ০.০৯ টাকা বা ৯ শতাংশ বেড়েছে। ২০২২ সালের ৩১ মার্চ কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২.১২ টাকায়।

গ্রিনডেল্টা ইন্স্যুরেন্সের চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৭৮ টাকা। এর আগের হিসাব বছরে একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ১.৭৬ টাকা। সে হিসেবে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ০.০২ টাকা বা ১ শতাংশ বেড়েছে। ২০২২ সালের ৩১ মার্চ কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৯.৬৭ টাকায়।

রিলায়েন্স ইন্স্যুরেন্সের চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.২৮ টাকা। এর আগের হিসাব বছরে একই সময়ে কোম্পানির ইপিএস ছিলো ১.৩৫ টাকা। সে হিসাবে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ০.০৭ টাকা বা ৫ শতাংশ বেড়েছে। ২০২২ সালের ৩১ মার্চ কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১.৯৭ টাকায়।