অর্থনীতি

অগ্নি সিস্টেমসের পর্ষদে বসছে এলআর গ্লোবাল

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি অগ্নি সিস্টেমস লিমিটেডের পরিচালক হিসেবে বসছে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের দু’জন প্রতিনিধি।

সোমবার (২৩ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, অগ্নি সিস্টেমসের পর্ষদ সভায় তাদের নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। এলআর গ্লোবালের প্রতিনিধি দুজন হলেন- রিয়াজ ইসলাম ও মোহাম্মাদ ওমর সোয়েব চৌধুরী। এলআর গ্লোবাল বাংলাদেশ অগ্নি সিস্টেমসের পরিশোধিত মূলধনের বিপরীতে ৮ দশমিক ৯৬ শতাংশ সাধারণ শেয়ার ধারণ করছে।

শেয়ারবাজারে ২০০৩ সালে তালিকাভুক্ত হয় অগ্নি সিস্টেমস। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৭২ কোটি ৫৫ লাখ ৬০ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা ৭ কোটি ২৫ লাখ ৫৬ হাজার ১৯২। এর মধ্যে ২৩ দশমিক ৮১ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৮ দশমিক ৩৩ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৫৭ দশমিক ৮৬ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।