অর্থনীতি

আরামিটের মুনাফা বেড়েছে ৫৯ শতাংশ

শেয়ারবাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানি আরামিটের চলতি হিসাব বছরের ৯ মাসের (জুলাই ২০২১- মার্চ ২০২২) এবং তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানির ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা ৫৯৪ শতাংশ বেড়েছে।

মঙ্গলবার (২৪ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানির চলতি হিসাব বছরের ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫.১৩ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিলো ৩.২২ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ১.৯১ টাকা বা ৫৯ শতাংশ বেড়েছে।

এদিকে, কোম্পানির চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.০১ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে ছিলো ১.০৩ টাকা। সেই হিসাবে কোম্পানির মুনাফা ০.৯৮ টাকা বা ৯৫ শতাংশ বেড়েছে।

২০২২ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭৩.১৮ টাকায়।