অর্থনীতি

গ্যাসের ট্যারিফ ১৬ টাকার প্রস্তাব: বিটিএমএ`র অভিনন্দন

জেনারেটর থেকে নিজস্ব উদ্যোগে বিদ্যুৎ (ক্যাপটিভ পাওয়ার) উৎপাদনে গ্যাসের ট্যারিফ বা কর বিদ্যমান প্রতি কিউবিক মিটার ১৩.৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৬ টাকা নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এই প্রস্তাবে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।

পেট্টোবাংলার ৬ বিতরণ কোম্পানির প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বিভিন্ন স্টেক-হোল্ডারদের সঙ্গে আলোচনা করে গ্যাস ট্যারিফ বাড়ানো হয়েছে। বিটিএমএ প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো লিখিত বক্তব্যে এ সব কথা জানানো হয়েছে।

গণমাধ্যমে পাঠানো বার্তায় বলা হয়েছে, বিটিএমএ মনে করে, চলমান ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের পরিপ্রেক্ষিতে বৈশ্বিক অর্থনীতির টালমাটাল পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী দেশের সার্বিক অর্থনীতিতে টেক্সটাইল খাতের অবদান বিবেচনায় নিয়ে এখাত যাতে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হয়, তাতে ক্যাপটিভ খাতে গ্যাস ট্যারিফ ১৬.০০ টাকা নির্ধারণ ইতিবাচক সিদ্ধান্তের প্রতিফলন।

বিটিএমএ আরও মনে করে, প্রতি কিউবিক মিটার গ্যাস ট্যারিফ ১৬ টাকা নির্ধারণের ফলে যে সব মিল গ্যাসের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে পরিচালিত হচ্ছে, তাদের কাছে তা কিছুটা সহনীয় হবে।

ক্যাপটিভ খাতে গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে গ্যাস কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানায় বিটিএমইএ।