অর্থনীতি

ইয়াকিন পলিমারের ইপিএস কমেছে

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি ইয়াকিন পলিমার চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২২) প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা থেকে লোকসানে নেমেছে। বিক্রির পরিমাণ কমে যাওয়ায় তৃতীয় প্রান্তিকে কোম্পানির ইপিএস কমেছে।

সোমবার (৪ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তৃতীয় প্রান্তিকে ইপিএস কমে যাওয়ার কারণ হিসেবে ইয়াকিন পলিমার জানিয়েছে, বিক্রির পরিমাণ কমে যাওয়া এবং কাঁচামালের দাম বৃদ্ধির কারণে তৃতীয় প্রান্তিকে ইপিএস কমেছে।

সূত্র জানায়, কোম্পানির চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.৪১ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ছিল ০.০১ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা থেকে লোকসানে নেমেছে।

এদিকে, কোম্পানির চলতি হিসাব বছরের ৯ মাসে শেয়ারপ্রতি আয় হয়েছে ০.১৭ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ছিল ০.৫৫ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানি শেয়ারপ্রতি লোকসান থেকে মুনাফায় ফিরেছে।

২০২২ সালের ৩১ মার্চ কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১.৩০ টাকায়।