অর্থনীতি

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব মূল্যস্ফীতিতে: এডিবি  

বৈশ্বিক অর্থনৈতিক মন্দা থাকা সত্ত্বেও বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি বাড়ছে বলে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। তবে প্রবৃদ্ধি বাড়লেও দেশের মূল্যস্ফীতি হবে ৬.৭ শতাংশ। যা আগের বছর ছিল ৬.২ শতাংশ।

বুধবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে সংস্থাটির কার্যালয়ে ‘এশীয়ান ডেভলপমেন্ট আউটলুক ২০২২’ প্রকাশ করা হয়। এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সরকার চলতি অর্থবছর বাজেটে মূল্যস্ফীতি প্রাক্কলন করেছিল মূল্যস্ফীতি ৫ দশমিক ৫ শতাংশ। কিন্তু বাংলাদেশে জ্বালানি তেলের দাম সমন্বয় এবং বিভিন্ন পণ্যমূল্য বৃদ্ধি পাওয়ায় ২০২২-২৩ অর্থবছরে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়াবে ৬ দশমিক ৭ শতাংশ এমনটাই আভাস দিলো এডিবি।

এডিবি জানায়, বৈশ্বিক ভাবে খাবার দাম বৃদ্ধি, জ্বালানি তেলের অস্থিরতা মূল্যস্ফীতির হার বাড়বে। রাশিয়া ইউক্রেন সংকটের কারণে বৈশ্বিকভাবে খাদ্য সরবরাহে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এসব কারণে মূলত বাড়ছে নানা পণ্যের দাম।

বাংলাদেশে চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ৬ শতাংশ হবে বলে মনে করে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

উল্লেখ্য, সরকার দেশের জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৭ দশমিক ২ শতাংশ।