অর্থনীতি

উৎপাদনে ফিরছে আজিজ পাইপস

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি আজিজ পাইপসের উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু করতে যাচ্ছে। প্রায় এক বছর বন্ধ থাকার পর কোম্পানির পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির পরিচালনা পর্ষদ আগামী ১ অক্টোবর থেকে উৎপাদন কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, কর্মক্ষম মূলধনের অভাব, ব্যাংক ঋণ নিয়ে জটিলতা, আর্থিক সংকট ও দায়বদ্ধ ঋণ, কাঁচামালের সংকট ও মজুতের অভাবের কারণে কারখানার উৎপাদন কার্যক্রম ২০২১ সালের ৮ নভেম্বর থেকে বন্ধ রয়েছে।