অর্থনীতি

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে ঢাকা ইন্স্যুরেন্স

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২২ থেকে ২৬ জানুয়ারি) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ঢাকা ইন্স্যুরেন্সের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ঢাকা ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দাম ছিল ৫২ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দাম বেড়ে দাঁড়ায় ৬৫ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম ১৩ টাকা বা ২৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ঢাকা ইন্স্যুরেন্স ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার তালিকায় উঠে আসা কোম্পানিগুলোর মধ্যে সি পার্ল বিচ রিসোর্টের ২০.৫০ শতাংশ, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ১৬.০৫ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ১৪.২৪ শতাংশ, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টের ১৩.৯৮ শতাংশ, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ১৩.০১ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ১২.৪৭ শতাংশ, বিকন ফার্মাসিউট্যিালসের ১২.২১ শতাংশ,পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ১০.৮৬ শতাংশ এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের দাম ১০.৫৬ শতাংশ বেড়েছে।