অর্থনীতি

সাপ্তাহিক দাম কমার শীর্ষে গোল্ডেন জুবিলি ফান্ড

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১২ থেকে ১৬ ফেব্রুয়ারি) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় মিউচ্যুয়াল ফান্ডটি ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের ক্লোজিং দাম ছিল ৯.৯০ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ফান্ডটির ইউনিটের ক্লোজিং দাম কমে দাঁড়ায় ৭.৫০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ফান্ডটির ইউনিটের দাম ২.৪০ টাকা বা ২৪.২৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ড ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের ৯.৮০ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ৯.৩৯ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৯.৩১ শতাংশ, ই-জেনারেশনের ৮.৮৫ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৮.৪১ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৮.২৫ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ৮.১৭ শতাংশ, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজের ৭.৭৯ শতাংশ এবং জেনেক্স ইনফোসিসের ৭.১৬ শতাংশ শেয়ারের দাম কমেছে।