অর্থনীতি

রমজানে আর্থিক প্রতিষ্ঠানের জন্য নতুন সময়সূচি

চলতি সপ্তাহের শেষদিকে শুরু হবে রোজা। রমজান মাসে ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সূচি অনুযায়ী, সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে আর্থিক প্রতিষ্ঠান। অন্য সময়ে আর্থিক প্রতিষ্ঠান চলে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

রোববার (১৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে।

দেশের আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, রমজান মাসে আর্থিক প্রতিষ্ঠান চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এ সময়ের মধ্যে জোহরের নামাজের বিরতি থাকবে ১৫ মিনিট (দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত)। রমজান মাস অতিবাহিত হওয়ার পর অফিসের সময়সূচি পূর্বেকার অবস্থায় ফিরে যাবে।

এর আগে জানানো হয়, রোজায় ব্যাংকে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। তবে, আনুষঙ্গিক কাজ পরিচলনার জন্য ব্যাংক খোলা থাকবে ৪টা পর্যন্ত।