অর্থনীতি

কারণ ছাড়াই বাড়ছে লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারদর

কোনো প্রকার মূল্য সংবেদনশীল তথ্য ছাড়া বা বিনা কারণেই পুঁজিবাজারে ট্যানারি খাতে তালিকাভুক্ত কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৮ মার্চ) ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে গত ২৩ ডিএসই কোম্পানিকে নোটিশ পাঠায়। ওই নোটিশের জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানির শেয়ারের দাম এভাবে বাড়ছে।

উল্লেখ্য, গত ১ মার্চ লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের শেয়ারের দর ছিল ৩৯ টাকায়। আর ২৭ মার্চ কোম্পানির শেয়ারের দাম বেড়ে দাঁড়িয়েছে ৬১.৮০ টাকায়। আর ২৮ মার্চ বেলা ১২টা ৫০ মিনিট পর্যন্ত কোম্পানির শেয়ার ৬৭ টাকায় অবস্থান করতে দেখা গেছে। ১৮ কার্যদিবসে কোম্পানির শেয়ার দর ২৮ টাকা বা ৭২ শতাংশ বেড়েছে।