অর্থনীতি

উত্তরা ব্যাংকের বোনাস লভ্যাংশ বিওতে প্রেরণ

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি উত্তরা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ঘোষিত লভ্যাংশের বোনাস শেয়ার শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টে পাঠানো হয়েছে।

বুধবার (২৪ মে) সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে শেয়ারহোল্ডারদের বিও অ্যাকাউন্টে বোনাস লভ্যাংশ পাঠানো হয়।

বৃহস্পতিবার (২৫ মে) সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, উত্তরা ব্যাংক ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ২৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৪ শতাংশ নগদ ও ১৪ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে।