এটিএন বাংলা টিভির ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৭তম বছরে পদার্পণ উপলক্ষে দেশ সেরা ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।
শনিবার (১৫ জুলাই) ওয়ালটনের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল এটিএন বাংলার নিজস্ব কার্যালয়ে উপস্থিত হয়ে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় ওয়ালটনের পক্ষে উপস্থিত ছিলেন পিআর মিডিয়া অ্যান্ড ব্র্যান্ডিং’র সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ শাহজাদা সেলিম, সিনিয়র এডিশনাল ডিরেক্টর এস. এম. আতিকুর রহমান ও অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল অফিসার মো. আরজু হোসাইন।
এছাড়া এটিএন বাংলা টিভির পক্ষে উপস্থিত ছিলেন এটিএন বাংলার পরিচালনা পরিষদের পরিচালক নাহিদ রহমান, পরিচালক নেসার আহমেদ, পরিচালক মাকসুদুর রহমান, পরিচালক চন্দন সিনহা, এটিএন বাংলা বার্তা বিভাগের উপদেষ্টা কিরণ চৌধুরী, এটিএন বাংলার উপদেষ্টা (প্রশাসন, অর্থ ও হিসাব) মনিরুল ইসলাম, এটিএন বাংলার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ডেপুটি হেড অব মার্কেটিং মো. শফিকুল ইসলাম।