অর্থনীতি

আজ আন্তঃব্যাংক লেনদেন ম্যানুয়াল পদ্ধতিতে 

সার্ভারে ত্রুটির কারণে সোমবার (৩১ জুলাই) রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট সিস্টেমসের (আরটিজিএস) মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেন বন্ধ ছিল। আজ মঙ্গলবার প্রথমার্ধে ম্যানুয়াল পদ্ধতিতে আন্তঃব্যাংক লেনদেন সম্পন্ন করতে ব্যাংকগুলোকে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। 

সার্ভারে ত্রুটির কারণে সোমবার (৩১ জুলাই) এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে লেনদেনের সমস্ত আদেশ বাতিল করে বাংলাদেশ ব্যাংক। এ সমস্যা সমাধান করতে আজ মঙ্গলবার পর্যন্ত সময় লাগবে বলে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও পরিচালক সারোয়ার হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, আরটিজিএস সার্ভারে ত্রুটি দেখা দিয়েছে। মেরামতের চেষ্টা চলছে। টিম কাজ করছে। আজ আন্তঃব্যাংকে কোনো লেনদেন নিষ্পত্তি হয়নি। আশা করছি, মঙ্গলবার সমস্যার সমাধান হবে। 

এদিকে, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকগুলোকে জানানো হয়েছে, মঙ্গলবার প্রথমার্ধ পর্যন্ত তারা যেন ম্যানুয়াল পদ্ধতিতে আন্তঃব্যাংক সম্পন্ন করে।

উল্লেখ্য, গত এপ্রিলে কেন্দ্রীয় ব্যাংকের ন্যাশনাল পেমেন্ট সুইচ অব বাংলাদেশের (এনপিএসবি) সার্ভারে কারিগরি ত্রুটি দেখা দিয়েছিল।