অর্থনীতি

ডিএসইতে নতুন ট্রেজারি বন্ডের লেনদেন চলছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কেন্দ্রীয় ব্যাংকের ইস্যু করা নতুন দুই বছর মেয়াদের ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) থেকে ডিএসইতে ট্রেজারি বন্ডটির লেনদেন শুরু হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

নতুন বন্ডটির নাম হলো-‘2Y BGTB 03/04/2026’। ডিএসইতে বন্ডটির লেনদেন কোড-‘TB2Y0426’ এবং স্ক্রিপ্ট কোড- ‘88513’।

‘এ’ ক্যাটাগরিতে ডিএসই’র ডেবট বোর্ডের অনুমতি সাপেক্ষে বন্ডটির মেয়াদ আগামী ২০২৬ সালের ৩ এপ্রিল শেষ হবে। বন্ডটির প্রতি ইউনিটের মূল্য ১০০.৫০৩০ টাকা এবং অভিহিত মূল্য ১০০ টাকা। বন্ডের মার্কেট লট ১০০০টি করে। এই বন্ড ১২ শতাংশ হারে বছরে দুইবার কুপন প্রদান করবে।